Posted by : Niamul Hasan শনিবার, ২১ জুন, ২০১৪

ধর্ম নীরপেক্ষ মতবাদ প্রকাশ্য কুফরি। যারা বলে, "ধর্ম নীরপেক্ষতা মানে ধর্ম হীনতা নয়" যারা ধর্মনীরপেক্ষ বাদে বিশ্‌বাসী, যারা বলে সকল ক্ষেত্রে ধর্ম মানা যাবে না, আল্লাহর কসম তারা মুনাফিক মুনাফিক মুনাফিক।

বাংলাদেশের সংবিধান প্রনয়নের পর বাংলাদেশ কে সেকুলারিজম বা ধর্মনীরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষনা করা হয়। শেস্ক মুজিবের তত্‌বাবধায়নে চার বার সংবিধান সংশোধন করা হলেও আল্লাহর ওপর তো বিশ্‌বাসের কথা বলাই হয় নি, বরং এই সেকুলারিজম পর্যন্ত সরানো হয় নি।

অবশেষে ৫ম সংশোধনীতে মেজর জিয়া সংবিধানে আল্লাহর ওপর বিশ্‌বাসের কথা স্‌থাপন করেন।

মুজিব নিজেই ছিলো ধর্ম নীরপেক্ষ বাদী (মুনাফিক) তার বেটি মুসল্মান হবে এই আশা টা করেন কেমনে?

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

আল-কুরআনের আলো



কুরআন আয়াতের এই প্লাগইন টি আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বিস্তারিত জানতে অথবা আপনার ওয়েব সাইটে এই প্লাগইন টি যুক্ত করতে এখানে ক্লিক করুন

Popular Post

- Copyright © অপঠিত দৈনিকী-র বাংলা ব্লগ